হিসাব (অর্থ) :
এক নজরে অর্থ (হিসাব) বিভাগের কার্যাবলী
১। দৈনন্দিন ডিসবার্সমেন্ট ভাউচার এবং চেক লেখা।
২। অগ্রীমের বিপরীতে চেক সমন্বয় করণ।
৩। স্থায়ী আমানত খোলা, নবায়ন ও নগদায়ন এবং সুদের হিসাব মিল করণ।
৪। ব্যাংক হতে আদায়কৃত বিদ্যুৎ বিলের অর্থ যথাসময়ে স্থানান্তর করা।
৫। আরপিসিএল এবং পিজিসিবিতে বিনিয়োগ ও ঋণের হিসাব সংরক্ষণ।
৬। আর্থিক ও পরিসংখ্যাণ প্রতিবেদন প্রস্তুতকরণ।
৭। অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষার প্রতিবেদন প্রস্তুত করণ।
৮। বাজেট প্রণয়ন, বাজেট মতামত, বাজেট রেজিষ্টারে পোষ্টিং ও বাজেট ষ্ট্যাটাস তৈরী করে পবিবোর্ডে প্রেরণ।
৯। DVJপ্রস্তুত করা।
১০। CRJপ্রস্তুত করা।
১১। বেতন ও ভাতাদি তৈরী করা।
১২। জেনারেল লেজার সংরক্ষণ করা।
১৩। সাব-সিডিয়ারী লেজার সংরক্ষণ।
১৪। অগ্রীম লেজার সংরক্ষণ।
১৫। পেয়েবল লেজার সংরক্ষণ করা।
১৬। CPFলেজার সংরক্ষণ করা।
১৭। চুক্তিভিত্তিক মিটার রিডার / ম্যাসেঞ্জার / বিলিং সহকারীর আর্থিক সুবিধার লেজার সংরক্ষণ।
১৮। গৃহ নির্মাণ ঋণের লেজার সংরক্ষণ।
১৯। প্রায় ১০০টি ব্যাংকের রিকনসিলেশন করণ।
২০।বিভিন্ন চিঠিপত্র ফাইলি করণ।
২১। সমিতির সকল সম্পত্তির হিসাব CPRভূক্ত করণ।
২২। সকল মালামালের প্রাপ্তি এবং প্রদানের হিসাবভূক্ত করণ।
২৩। ষ্টোর লেজার সংরক্ষণ করণ।
২৪। সম্পদ ও সম্পত্তির অবচয় নির্ধারণ।
২৫। যানবাহনের লগ বই হতে জ্বালানী ও মাইলেজ এর হিসাব সংরক্ষণ।
২৬। লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ক্লোজ আউট প্রস্তুত করা।
২৭। মিটার রেকর্ড কার্ডে গ্রাহকের তথ্যাদি সংরক্ষণ।