
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১
পরিচিতি: দেশের সার্বিক উন্নয়ণের লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো সৃষ্টির মাধ্যমে কৃষি উন্নয়ন, গ্রামীণ শিল্পায়ন, বেকার সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “লাভ নয়, লোকসান নয়” এবং “গ্রাহকগণই প্রকৃত মালিক” ধারণার ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রথম আত্মপ্রকাশ করে। দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাপ্ত বৈদেশিক সহায়তাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালের ৩১ অক্টোবর পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক অধ্যাদেশের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয় এবং পর্যায়ক্রমে দেশের সর্বত্র বিদ্যুতায়নের উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে সারা দেশে ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করা হয় এবং তন্মধ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রথম সমিতি হিসেবে ১৯৭৮ সালের ১৩ ডিসেম্বর রেজিষ্ট্রেশনপ্রাপ্ত হয় ও ১৯৮০ সালের ২ জুন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। এতদ অঞ্চলের কৃষি, শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্র প্রসারে ও জীবন যাত্রার মান উন্নয়ণ ও গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ইতিবাচক ভূমিকা পালন করে চলছে। সমিতিকে আর্থিকভাবে স্বণির্ভর করার লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা, সংযোগপ্রাপ্ত সকল সম্মানিত গ্রাহকগণের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা, ট্রান্সফরমার চুরি রোধে সহায়তা করা এবং সমিতির দৈনন্দিন কাজে সহযোগীতা করাসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে বিদ্যুতের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের ভূমিকা রাখা জরুরী।
শতভাগ এলাকা বিদ্যুতায়নের মাধ্যমে- জ্বলছে আলো, চলছে দেশ, এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের ঐতিহাসিক মুহূর্তে পল্লী বিদ্যুতের সংযোগ গ্রহণ করুন, সাশ্রয়ী ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহার করুন। ভিশন-২০২১ বাস্তবায়নে সহায়তা করুন। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১

Related Links:

Hit Counter
VISITOR | |
TODAY'S | 402 |
LAST 7 DAYS | 2873 |
LAST 30 DAYS | 12938 |
LAST YEAR | 175025 | TOTAL | 823744 |

পল্লী বিদ্যুৎ সমিতি
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১
পলাশবাড়ী,সাভার,ঢাকা।
ফোন: 7791610
ফ্যাক্স: 8802-7791999
ই-মেইল: dhakapbs01@gmail.com
web: www.dhakapbs1.org.bd

Recent News
News
